নতুন সিনেমা নিয়ে আসছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ‘সুখী’ নামের এই সিনেমার পোস্টার তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘একটু বেধড়ক আমি, আমার জীবন একেবারে খোলা বই, দুনিয়া নির্লজ্জ বললেই বা কি, কারো চেয়ে আমার স্বপ্ন কম নয়।’
সিনেমার পোস্টার দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি নারী-কেন্দ্রিক সিনেমা। যেখানে মূল চরিত্রে অভিনয় করবেন শিল্পা শেট্টি। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনাল যোশি। এর আগে তিনি ‘ধুম থ্রি’, ‘যব হ্যারি মেট সেজল’ ইত্যাদি ছবিতে সহ-পরিচালনার দায়িত্ব পালন করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, অ্যাবানডান্টিয়া এন্টারটেনমেন্ট ও টি-সিরিজ এই সিনেমাটি প্রযোজনা করেছে। ‘অ্যাবানডান্টিয়া এন্টারটেনমেন্ট’-এর প্রতিষ্ঠাতা বিক্রম এর আগে ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’র মতো ছবি প্রযোজনা করেছেন।
উল্লেখ্য, ‘হাঙ্গামা টু’ সিনেমার পর আবারো বড়পর্দায় দেখা যাবে শিল্পা শেট্টিকে। বর্তমানে শিল্পা ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ রিয়ালিটি শোর অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব ব্যস্ত আছেন।