বলিউডের অন্যতম মেধাবী পরিচালক ইমতিয়াজ আলী এবং জনপ্রিয় পরিচালকের তালিকায় নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন অনেক আগেই। ‘লাভ আজ কাল’ সিনেমার এই পরিচালকের সাথে শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর।
সম্প্রতি বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক ইমতিয়াজ আলী একসঙ্গে দুটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। একটি সিনেমার কাহিনি আত্মহত্যা প্রতিরোধমূলক ঘটনা নিয়ে, অপরটি সংগীতশিল্পী আমার সিংয়ের বায়োপিক।
জানা গেছে, ইমতিয়াজ আলী রণবীর কাপুরকে দুটি সিনেমার জন্যই প্রস্তাব দিয়েছিলেন। তবে তার মধ্যে রণবীর একটি সিনেমায় কাজ করবেন বলে সম্মতি দিয়েছেন। শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে। এই সিনেমা রণবীর-ইমতিয়াজের কাজ করা তৃতীয় ছবি হতে চলছে। শেষ এই জুটি ‘রকস্টার’ ও ‘তামাশা’ ছবিতে একসাথে কাজ করেছেন।