দীর্ঘদিন ধরে গানের জগতে নেই বাংলাদেশের পড়শী। তবে তিনি নিজের মতো করে বেশকিছু গান করেছেন। এবার অনেক দিন পর তিনি আবারও ফিরছেন গায়ক ইমরানের সঙ্গে। এর আগেও এই জুটি বেশ কয়েকবার একসঙ্গে গান করেছেন। এবার এ জুটির গেয়েছেন ‘এক দেখায়’ শিরোনামের একটি নতুন গান।
ঈদ উপলক্ষে সিএমভি থেকে প্রকাশিত হবে নতুন এ গান। দৈনিক প্রথম আলোকে পড়শী খবরটি নিশ্চিত করেছেন। গানটির কথা লিখেছেন স্নেহাশীস ঘোষ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন গায়ক ইমরান মাহমুদুল নিজেই।
পত্রিকাটিকে পড়শী বলেন, ‘অনেক দিন বিরতির পর আবারও আমরা একসঙ্গে গান করলাম। গানটি আসছে ভিডিওসহ। আশাকরি সবার ভালো লাগবে। এর মধ্যে একটা ঈদের নাটকের জন্য “ভুল থেকে হোক শুরু” শিরোনাম গান করেছি।’ তিনি আরো জানিয়েছেন, তার লেখা ও সুরে একটি নতুন গানও রিলিজের করা হবে। সে গানের শুটিং বাকি আছে।
গত ফেব্রুয়ারি মাসে এই গায়িকা কবির বকুলের লেখা, প্রয়াত প্রণব ঘোষের সুরে ‘অন্তরে আছো তুমি আমার’ এই গানটি করেছিলেন। প্রণব ঘোষের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করা হয়। গানটি পড়শীর ব্যক্তিগত চ্যানেলে প্রকাশিত হয়েছিল।