সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন শাহরুখ কন্যা সুহানা। সমালোচনা-আলোচনা দু দিকেই সমান তালে থাকেন এই স্টার কিড। কখনো তার গায়ের রঙ আবার কখনো পোশাক নিয়ে সর্বদাই সমালোচনায় ঘিরে থাকেন সুহানা।
২১ জুন সুহানা ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় স্পোর্টস ব্রা এর সঙ্গে ট্রাক প্যান্ট পরে জিমে দাঁড়িয়ে আছেন তিনি। জিমে দাঁড়িয়ে ফটোসেশান করছেন কিং খানের কন্যা সুহানা যা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফিটনেস সচেতন বলে বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। মিরর সেলফিতে সামনে একাধিক ডামবেল নজরে আসছে। এদিন সুহানা আরও বেশকিছু ছবি স্টোরিতে শেয়ার করেন।
এর আগে বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সুহানা। শেয়ার করা সাদা-কালো ছবিতে দেখা গিয়েছে বাবা শাহরুখকে চুমো দিচ্ছেন ছোট শিশু সুহানা।
সুহানা খান বর্তমানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন। বাবার মতোই বলিউডে ক্যারিয়ার গড়ার ইচ্ছে রয়েছে তার।