বলিউডের অভিনেতা-অভিনেত্রী মানেই স্পটলাইটে থাকা। সেই সাথে থাকবে ব্যাঙ্ক ভর্তি কোটি কোটি টাকা। বরাবরই এই ধারণা থাকে তাদের ভক্তদের মাঝে। কিন্তু তাদের জীবনেও ওঠানামা থাকে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কাজ অনেকটা বন্ধ হয়ে গেছে। কাজ নেই অনেক তারকার। এমন পরিস্থিতির ভুক্তভোগী দঙ্গল কন্যা খ্যাত চিত্রনায়িকা ফাতিমা সানা শেখ!
সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ফাতিমাকে বলতে শোনা গেছে আপাতত তার হাতে কোন কাজ নেই। সানা বলেন, ‘এই মুহুর্তে আমার হাতে কোন কাজ নেই। ফলে রোজগারও নেই। তবে করোনার প্রকোপ যখন কমবে বাকি সবার মতো আমিও ফের একবার বলিউডে কাজ পাবো!’
গত বছর ‘লুডো’ এবং ‘সুরজ পে মঙ্গল ভারি’ এই দুটো সিনেমায় দেখা গিয়েছিল তাকে।