প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী মিতা হক

করোনায় মারা গেলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক। যার গানে জয় করে নিয়েছিলেন শুধু বাংলাদেশ নয় ওপার বাংলা কলকাতার মানুষের হৃদয়। রবিবার সকাল ৬টা বেজে আনুমানিক ২০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত শিল্পীর বয়স হয়েছিল ৫৯ বছর।

গত পাঁচ বছর যাবত কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।করোনা উপশম দেখা দিলে হাসপাতালে ভর্তি হোন। করোনা মুক্ত হওয়ার পরেও বাঁচলেন না এই শিল্পী।

রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে মিতা হকের ২০০টির অধিক অ্যালবাম রয়েছে। এছাড়াও একক ভাবে রয়েছে তাঁর ২৪টি অ্যালবাম।
আজ রবিবার বাদ জোহরের পর কেরানিগঞ্জে বড় মনোহারিয়ায় জানাযা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।
এর আগে বেলা ১১টায় তাঁর মরদেহকে ছায়ানটে নিয়ে যাওয়া হয়। সেখানে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় গুণী শিল্পীকে।উপস্থিত ছিলেন তার স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ আরও অনেকেই।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। সাংস্কৃতিক অঙ্গনে তার অনেক অবদান রয়েছে।

প্রয়াত এই গুনি শিল্পীর মৃত্যুতে আমরা ‘থ্রি-সিক্সটি বিনোদনের পরিবারের পক্ষ থেকে গভীর শোকাহত প্রকাশ করছি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন