‘এক ফোঁটা বিষ আজ আমার’, ‘সোনামুখী সুই দিয়ে’, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা ওসমান সৈকত সোমবার সন্ধ্যায় নিজ বাসগৃহে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক কবির বকুল।
রাজধানীর জুরাইন কবরস্থানে বাদ জোহর জানাযা শেষে সমাহিত করা হয় তাকে। সেই সাথে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
গীতিকার ওসমানের বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে ‘আমি চাপা ডাঙার বউ’, ‘একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান ‘, ‘না যাইও না যাইও বন্দে বৈদেশে না যাইও’, এবং ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ উল্লেখযোগ্য ও অসাধারণ।
গীতিকবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্টজনেরা এবং গীতিকবি সংঘ বাংলাদেশ।