প্রেমে হাবুডুবু খাচ্ছেন যশ ও নুসরাত!

চলতি বছরেই নুসরাত জাহান ও যশের প্রেম নিয়ে টলিউডে বেশ চর্চা শুরু হয়। তবে এবিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি এই জুটি। গুজব রটেছিল নিখিলের সাথে নুসরাতের সংসার ভাঙার পিছনে অভিনেতা যশের ভূমিকা রয়েছে।

সম্প্রতি অভিনেত্রী নুসরাত ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে  অভিনেত্রীর গায়ে লাল রঙের হুডি ও ডেনিম। হাতে গিটার, চোখে চশমা, খোলাচুলে গিটার বাজাচ্ছেন তিনি। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবির শিরোনামে লেখা, ‘গিটার বাজাও, মানুষ হও।’ অভিনেত্রী ছবির সৌজন্যে নাম যুক্ত করে দিয়েছেন যশ দাশগুপ্তের।

এক মিনিটের মধ্যেই অভিনেতা যশ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে একপাশে পাহাড়, তিনি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সাদা শার্ট ও জিন্স পরা এবং চোখে চশমা। ছবিটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে কঠিন হলো অন্তরের পাহাড়কে অতিক্রম করা। ‘

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন