![]() পশ্চিম বাংলায় চলছে ভোটের মৌসুম, চলছে প্রার্থীদের মধ্যে দল নিয়ে ভাগাভাগি। তবে এবার শুধু সাধারণ প্রার্থীগণ নয় এবার চলছে যেনো শিল্পীদের মধ্যে ভাগাভাগি পর্যায়। কেউ যোগ দিচ্ছেন বিজিপিতে আবার কেউ আছেন তৃণমূলের পক্ষে। কৌশানি মুখোপাধ্যায় যোগদান দিয়েছেন তৃণমূলে এবং বনি সেনগুপ্তের মাও যুক্ত হয়েছেন তৃণমূলে তবে তিনি জানতেন না তার ছেলে বিজিপি করছে। তারমতে, ছেলে বড় হয়েছে তার সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে।
![]() দিলীপ ঘোষের হাত ধরে বিজিপিতে যোগ দিয়েছেন বনি সেনগুপ্ত। এর বেশ কিছুদিন আগেই অভিনেত্রী কৌশানি যোগদান করেছেন তৃণমূলে। কৌশানি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এটা আলাদা বিষয় যার রেশ আমাদের সম্পর্কের মাঝে বিবাদ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
|