ফিটনেস কোচ নূপুর শেখরের সাথে প্রেমে মজেছেন আমির কন্যা ইরা খান। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে এ জুটি তাদের বিভিন্ন সময়ের ছবি শেয়ার করে থাকেন। এই প্রেমকাহিনীতে কি এমন ঘটল যে প্রেমিককে লাথি-ঘুষি বিসিয়ে দিলেন ইরা! তবে অবাক হওয়ার কোনো কিছুই নেই এটা সত্যিকারের লাথি বা ঘুষি নয় বক্সিংয়ের অনুশীলন করতে করতে মজা করেই বয়ফ্রেন্ডকে লাথি ও ঘুষি মারেন তিনি। সেই ভিডিও নিজে ধারণ করে ইরা খান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।
ভিডিওতে ইরাকে দেখা যাচ্ছে, গোলাপি রঙের স্পোর্টস টপ ও কালো রঙের লেগিংসে। অন্যদিকে নূপুরের পরনে ছিল সাদা ভেস্ট কালো শর্টস। ভিডিও ক্যাপশনে ইরা লিখেছেন,’আমাকে দিয়ে কিক বক্সিং হবে না।’ আবার ভিডিওর শেষে দেখা যাচ্ছে, তারা একে অপরকে জড়িয়ে ধরছেন।
নূপুর শেখর আমির খানের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার। ইরার প্রায়ই দ্বিগুন বয়সী নূপুর। গত ফেব্রুয়ারিতে ১১ তারিখে ইরা তাদের প্রেমের কথা ঘোষণা করেন। সবে ২৩ বছরে পা রাখলেন ইরা খান। এর আগে নিউইয়র্কের মিউজিয়াম কম্পোজার, প্রযোজক ও সঙ্গীতশিল্পী মৃশাল কৃপালানির সঙ্গে প্রায় দু’বছরের মতো প্রেম ছিল তার।