মালিকদের অনীহার কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বলিউড তারকা কঙ্গনা রানাউত অভিনীত চলচ্চিত্র ‘থালাইভি’।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনীনির্ভর চলচ্চিত্র ‘থালাইভি’ ১০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো। কিন্তু ভারতীয় প্রেক্ষাগৃহ মালিকেরা চলচ্চিত্রটি প্রদর্শনে অনীহা দেখিয়েছেন বলে জানান জয়ললিতার ভূমিকায় থাকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। ফলে শুধু ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজন ও নেটফ্লিক্সে অক্টোবর মাসে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ব্যাপক হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা। তিনি বলেন, “আমরা সবাই জানি মহামারী থিয়েটার ব্যবসা সহ বেশ কয়েকটি ব্যবসার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। প্রেক্ষাগৃহে দর্শকদের ফেরাতে আমরা শুরু থেকেই চেয়েছিলাম ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি দিতে। যার ফলে আমরা ওটিটি কিংবা কোন ডিজিটাল প্লাটফর্মের দিকে শরণাপন্ন হইনি। উল্টো আমরা বেশ কিছু ডিজিটাল প্লাটফর্মকে প্রত্যাখান করেছি। কিন্তু সত্যিই আমাদের ধারণার বাইরে ছিল যে ‘থালাইভি’ মুক্তির জন্য প্রেক্ষাগৃহগুলি আমাদের সমর্থন করবে না।… আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে তারা যখন বড় প্রোডাকশন হাউসের প্রভাবে একক প্রযোজককে ধ্বংস করছে কিন্তু প্রেক্ষাগৃহে কম সংখ্যক মানুষের উপস্থিতির কারণে যদি শোগুলি বাতিল করা হয়, তাহলে প্রোডাকশন হাউসের সাথে তাদের চুক্তি কি বৈধ হবে? আমি মনে করি গ্যাংসিজম এবং গ্রুপিজম এখন থাকা উচিত নয় এবং থিয়েটার এবং মাল্টিপ্লেক্স মালিকদের দর্শকদের প্রেক্ষাগৃহমূখী করার কথা ভাবা উচিত।“
‘থালাইভি’ চলচ্চিত্রে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রী।