প্রিয়াঙ্কা চোপড়া গতকাল তার ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে শিরোনামে লিখেছেন ‘আমি আপনাদেরকে “সোনা’র ” সঙ্গে পরিচিত করাতে পেরে খুবই আনন্দিত’। ‘সোনা’ একটি রেস্তোরাঁ তবে এটাকে শুধু রেস্তোরাঁ ভেবে ভুল করবেন না,এখানে ভারতীয় সকল খাবার থাকবে যার স্বাদ ও ঘ্রাণের প্রতি আমার আবেগ ও ভালোবাসা নিয়ে বড় হয়েছি। যা সবই এখানে পাবেন।
মার্চের শেষ দিকেই চালু হতে যাচ্ছে রেস্তোরাঁর ‘সোনা’। ২০১৯ সালে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিলো রেস্তোরাঁর কাজ। এর আগেও এই অভিনেত্রী তার ভক্তদের উদ্দেশ্য বলেছিলেন তিনি খাবার খেতে খুব পছন্দ করেন লকডাউনের সময়কালীন তার স্বামী ‘জনস’ তার পছন্দের খাবার রান্না করে পরিবেশন করে জয় করে নিয়েছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মন।
সম্প্রতি এই অভিনেত্রীর প্রযোজনায় ‘দ্য হোয়াইট টাইগার ‘ ছবিটি (বাফটা) মনোনয়ন পেয়েছেন। ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব ছবিটির মুখ্য ‘বলরাম ‘ চরিত্রে অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা চোপড়াকেও এই ছবিতে দেখা গেছে।