সম্প্রতি রোশন সিং তার ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করেছেন, ‘সঙ্গী যদি দ্বিচারিতা করে তবে তাকে ছেড়ে দেওয়াই শ্রেয়,বিশেষ করে সে যদি তোমার অনুপস্থিতিতে অন্যের সাথে শয্যা ভাগ করে!’
কেন এবং কাকে উদ্দেশ্য করে করলেন এই মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় বেশকিছু দিন যাবত জানা জানি হয়েছে টলিউড তারকা অভিনেত্রী শ্রাবন্তী এবং পান্জাবী পুত্র রোশন সিং আলাদা হয়ে গেছেন। বিচ্ছেদের পর থেকেই রোশন প্রায়ই নানা রকমভাবে মন্তব্য করে যাচ্ছেন। তবে রোশনের এই হঠাৎ মন্তব্যে যেনো তীর ছুঁড়লেন সরাসরি শ্রাবন্তীকে উদ্দেশ্য করে। নেটিজনরা এই রকম ধারণাই করছেন।
আবার বেশ কিছুদিন আগে শ্রাবন্তী রাজনীতিতে যুক্ত হওয়ায় রোশন তাকে অভিনন্দনও জানিয়েছেন। আচমকা লাইভে এসে মন্তব্য করেছেন, ‘আমাকে বা অন্য কাউকে এভাবে প্রতি পদক্ষেপে ট্রোল করা হচ্ছে। অনুরাগীদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমরা আশা করি না। তাই আন্তরিক ভাবে অনুরোধ, আমাকে আমার মতো থাকতে দিন। যিনি যে অবস্থায় ভালো থাকেন। তাকে সে ভাবেই ছেড়ে দিন।’
স্ত্রীর পক্ষ হয়ে এভাবে মন্তব্য করার পর আবার হঠাৎ আচমকা এমন স্টোরি কেন শেয়ার করলেন রোশন সিং!