তেলেগু ইন্ডাস্ট্রির প্রিয়-চেনা মুখ জনপ্রিয় অভিনেতা প্রভাস দিবাকর। বর্তমানে তার সিনেমার তালিকায় রয়েছে বেশ কিছু ছবি। এর মধ্যে আলোচিত একটি সিনেমা ‘সালার’।
করোনাভাইরাসের এই পরিস্থিতিতে বর্তমানে ‘সালার’ সিনেমার শুটিং বন্ধ রয়েছে। জানা গেছে জুলাইয়ের শুরুতে আবার শুটিং শুরুর কথা রয়েছে। তবে এরই মধ্যে ‘সালার’ সিনেমাটির জন্য ‘অ্যামাজন প্রাইম’ এর কাছ থেকে এক লোভনীয় প্রস্তাব পেয়েছেন তিনি।
টলিউড ডটনেট’র খবর, অ্যামাজন প্রাইম ‘সালার’ সিনেমা মুক্তির পর এর ডিজিটাল স্বত্ব কিনতে চায়। এজন্য প্রভাসকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে এই ডিজিটাল প্লাটফর্ম জায়েন্ট।
‘বাহুবলী’ সিনেমা প্রভাসের ক্যারিয়ারকে এক নতুন দিকে মোড় ঘুরিয়ে দেয়। ‘সালার’ সিনেমার পরিচালক ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। ইতিমধ্যে প্রভাসের লুক অনুরাগীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি হাসানকে। এছাড়াও জানা গেছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে। তবে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি সিনেমা সংশ্লিষ্টরা।
২০২২ সালে ১৪ এপ্রিল ‘সালার’ সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।