প্রশংসিত রাজকুমার রাও

বলিউড অভিনেতা রাজকুমার রাও খুব অল্পতেই যেনো তারকা খ্যাতি লাভ করেছেন। একের পর এক করে যাচ্ছেন হিট সিনেমা।

দিবাকর বন্দোপাধ্যায়ের মাধ্যমে ‘লাভ সেক্স অর ধোকা’ ছবিটির সূত্র ধরে ২০০৮ সালে বলিউডে জগতে পা রাখেন এই অভিনেতা। সম্প্রতি তার নতুন সিনেমা ‘রুহি ‘ মুক্তি পেয়েছে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তার সাথে কো-আর্টিস্ট হিসেবে আরও আছেন জাহ্নবী কাপূর ও বরুণ শর্মা ।

গতকাল তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে। ছবিতে দেখা যাচ্ছে রাজকুমারী রাও দিল্লির এক ম্যাল্টিপ্লেক্সে টিকিট কাউন্টারে বসে টিকিট কাটছিলেন। তবে কি সিনেমা ছেড়ে এবার চাকরি নিলেন টিকেট বিক্রেতা পদে। আসলে বিষয়টি ঠিক এমনটা নয়। ক্ষণিকের আনন্দ উদযাপন করার জন্য ‘রুহির’ প্রচারণার অংশ হিসেবে টিকিট বিক্রেতার পদ নিয়েছিলেন এই অভিনেতা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন