প্রশংসিত ‘থালাইভি’ কিন্তু আয় কম

১০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা কঙ্গনা রানাউত অভিনীত চলচ্চিত্র ‘থালাইভি’।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত ‘থালাইভি’ চলচ্চিত্রে কঙ্গনা রানাউতের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। গত ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিনে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মুক্তির প্রথম দুই দিনে মাত্র সোয়া দুই কোটি রুপি আয় করেছে ৭০ কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্রটি।

‘থালাইভি’র এমন অসন্তোষজনক আয়ের জন্য দায়ী মূলত ভারতের বর্তমান করোনা পরিস্থিতি। সম্প্রতি ভারতীয় মাল্টিপ্লেক্স মালিকেরা চলচ্চিত্রটি প্রদর্শনে অস্বীকৃতি জানান বলেও শোনা যায়। অবশেষে ভারতের মাত্র ৫০০টি প্রেক্ষাগৃহে ‘থালাইভি’ চলচ্চিত্রের হিন্দি সংস্করণ, এবং তামিল ও তেলেগু সংস্করণ দুটি যথাক্রমে ৩০১টি ও ২৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

জয়ললিতার জীবনের গোটা ব্যাপ্তি বড় পর্দায় ধরতে ‘থালাইভি’ চলচ্চিত্রের সিকুয়েলের পরিকল্পনা করা হচ্ছে – এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আয়ের দিক থেকে এখন পর্যন্ত তেমন সুবিধা করতে না পারলেও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া নির্মাতাদের উৎসাহ যোগাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন