জন্মদিন উপলক্ষে ‘রাধে শ্যাম’ চলচ্চিত্রের ট্রেলার মুক্তির ঘোষণা দিলেন দক্ষিণি তারকা প্রভাস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ২০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন ‘বাহুবালি’ খ্যাত তারকা প্রভাস। আগামীকাল ২৩ অক্টোবর তার ৪২তম জন্মদিনে ‘রাধে শ্যাম’ চলচ্চিত্রের ট্রেলার মুক্তি পাবে।
‘রাধে শ্যাম’ চলচ্চিত্রের একটি পোস্টার শেয়ার করে প্রভাস লেখন, “বিক্রমাদিত্য কে? ২৩ তারিখ তার সঙ্গে পরিচিত হোন। বিভিন্ন ভাষায় সাবটাইটেল সহ ইংরেজিতে #রাধেশ্যাম ট্রেইলার উপভোগ করুন।” এর আগে প্রকাশিত পোস্টারে তাকে রোমান্টিক নায়ক হিসেবে দেখা গেলেও এবারের পোস্টারে তাকে বেশ অ্যাকশনধর্মী চেহারায় দেখা গেছে।
রাধে কৃষ্ণ কুমারের পরিচালনায় ‘রাধে শ্যামে’ চলচ্চিত্রে প্রভাসের বিপরীতে আছেন পূজা হেগড়ে।