বাংলাদেশী-আমেরিকান র্যাপার অনিক খান প্রথম বাংলাদশী শিল্পী হিসেবে ওয়েববি মনোনয়ন পেলেন। ‘স্ট্রিট লেভেল’ গানের ভিডিওর জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন।
শিল্পী অনিক খানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘স্ট্রিট লেভেল’ গানটি। সংগীতের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন, কিভাবে নিউইয়র্ক শহরের কুইন্সের রাস্তা তার জীবনের সাথে মিলিত হয়েছিল।
নিউয়ইয়র্ক টাইমস এর তথ্য অনুযায়ী, অনিক খানকে দ্য নিউইয়র্ক টাইমস কর্তৃক ওয়েববি অ্যাওয়ার্ডস ‘ইন্টারনেটের সর্বোচ্চ সম্মান’ এ ভূষিত করা হয়েছে। এ বছর বিশ্বব্যাপি ৭০টি দেশ থেকে প্রায় ১৩৫০০ এন্ট্রি পেয়েছে।
ওয়েববি অ্যাওয়ার্ডস ইন্টারনেটের শ্রেষ্ঠত্বকে সম্মান করে। আন্তর্জাতিক ডিজিটাল আর্টস সায়েন্সেস একাডেমির পক্ষ থেকে প্রতিবছর পুরষ্কারটি উপস্থাপন করা হয়।
র্যাপার অনিক খান জন্মসূত্রে ঢাকার নাগরিক হলে চার বছর বয়সে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। অনিক খান একজন র্যাপার, গায়ক, গীতিকার প্রযোজক হিসেবেও কাজ করছেন