মুক্তি পেল সালমান খানের আসন্ন ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার।
৭ সেপ্টেম্বর সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন। লেখেন, “খারাপের শেষ শুরু হয়ে গেল। গণপতি বাপ্পা মোরিয়া।“
‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রের প্রথম পোস্টারে সালমান ও তার ভগ্নিপতি আয়ুশ শর্মাকে তীব্র দৃষ্টিতে একে অপরের চোখে চোখ রাখতে দেখা যায়। এর আগে জানা যায়, ‘অন্তিম’ এর গল্প এগিয়েছে পুলিশ এবং গ্যাংস্টারের দ্বৈরথকে কেন্দ্র করে। আর পোস্টারের ফার্স্ট লুকেও বিপরীত মতাদর্শের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত আছে।
হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও ওড়িয়া ভাষায় মুক্তি পাবে ‘অন্তিম’। গণেশ চতুর্থী উপলক্ষে শীঘ্রই এই চলচ্চিত্রের প্রথম গান মুক্তি পাবে। এই গানে সালমানের সঙ্গে ক্যামিও রোলেও বরুণ ধাওয়ানকে দেখা যাবে।
‘অন্তিম’ চলচ্চিত্রটি তৈরি হচ্ছে মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মুলশি প্যাটার্ন’ দর্শক-সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।