প্রথমবার ওয়েব সিরিয়ালে চঞ্চল

টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো ওয়েব সিরিয়ালে অভিনয় করতে যাচ্ছেন।

‘রূপকথা নয়’ নামের নতুন এই ওয়েব সিরিয়াল প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “’রূপকথা নয়’ জি ফাইভের প্রজেক্ট। এদেশে জি ফাইভ ওয়েব সিরিয়াল এবারই প্রথম করছে। এর পর্ব হবে ১০০টিরও বেশি।“

‘রূপকথা নয়’ ওয়েব সিরিয়ালের প্রথম ২০ পর্ব পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল।

চঞ্চল বলেন, “৪ সেপ্টেম্বর থেকে এর শুটিং শুরু করব। ঢাকার আশপাশে শুটিং হবে। এখন এটার চরিত্রের মধ্যেই ডুবে আছি। আর কোনো ভাবনা নেই।“

এর আগে ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে চঞ্চল প্রশংসিত হয়েছেন। এ ছাড়াও চরকি নিবেদিত ‘উনলৌকিক’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় তার ‘মুন্সিগিরি’ সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে।

চঞ্চল অভিনীত গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ এবং মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় আছে। চঞ্চল বলেন, “দুটি সিনেমার গল্প ও চরিত্র ভিন্ন। আমি সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা করি। ‘হাওয়া’ সিনেমার শুটিং করেছি সাগরে। টানা ২০ দিন সাগরে থেকে শুটিং করেছি।… ‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয় করেছি গ্রামের চেয়ারম্যানের চরিত্রে। আমার চরিত্রের নাম খোরশেদ চেয়ারম্যান। সিনেমা দুটি নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী।“

চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে চঞ্চল বলেন, “সিনেমার অফার নিয়মিত পাচ্ছি। কিন্তু আমার রুচির সঙ্গে যাবে তেমন কাজই করতে চাই। দেবী, আয়নাবাজি, মনপুরা, মনের মানুষ — এই সিনেমাগুলো আমাকে ভাবিয়েছে, দর্শকদের হলমুখি করেছে। কাজেই নতুন কিছু হলেই নতুন সিনেমা করব।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন