প্রতিশ্রুতি রাখলেন ভাইজান

সালমান খান তার ভক্তদের চমক দিয়েছেন।  অভিনেতা সালমান খান তার ইনস্টাগ্রামে আগত ‘রাধে’ সিনেমার পোস্টার প্রকাশ করলেন। ছবিটির মুক্তির বিষয়ের কথা উঠে আসলে ভাইজান বলেছিলেন ঈদে ছবিটি রিলিজ হবে। রাধের পোস্টার শেয়ার করে শিরোনামে লিখেছেন, প্রতিশ্রুতি রেখেছি। সেই সাথে তিনি আরও বলেছেন, ১৩ই মে রাধের সাথে উপস্থিত হতে যাচ্ছে। এমনটাই আশ্বাস দিয়ে ভক্তদের মাঝে শেয়ার করেছেন।

সালমান খান সম্প্রতি তার যে সিনেমার পোস্টার শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে বন্দুক হাতে কাউকে তাক করে ধরে আছেন তিনি। তার এ রূপ দেখার জন্য তার ভক্তরা রীতিমতো অপেক্ষায় আছে। ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজনদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভাইজান সালমান খান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন