কিছু কিছু ব্যাপারে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে থাকা তারকাদের কোন অমিল থাকেনা। যেমন ধরুন বদ অভ্যাস ছাড়ার ব্যাপার।
নব্বইয়ের দশক থেকে এখনও জনপ্রিয় মুখ অভিনেত্রী কাজল দেবগান। বাকি তারকাদের মধ্যে এখনও আলোচিত-সমালোচিত এই নায়িকা। এখনও তার অভিনয় দর্শক পছন্দ করে। তবে এই অভিনেত্রীর রয়েছে একটি বদ-অভ্যাস। দাঁত দিয়ে নখ কাটা। তবে বহু বার নিজেকে কথা দিয়েছিলেন এই বদ-অভ্যাস তিনি ত্যাগ করবেন। কিন্তু কিছুতেই তা হয়ে উঠে না। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বদ অভ্যাসের ছবি পোস্ট করলেন এবং নিজেই আবার প্রতিজ্ঞা করলেন এই কাজ আর করবেন না।
সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির শিরোনামে তিনি লিখেছেন, ‘প্রতিজ্ঞা, আজ থেকে আর নখ খাবো না। ‘
কাজলের শেয়ার করা ছবিতে দেখ যাচ্ছে শুটিংয়ের মাঝখানে দাঁড়িয়ে এই তারকা নখ কামড়ে ধরে আছেন। সেই সাথে তিনি মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন।