১৯ জুলাই বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা প্রকাশ্যে আনলেন তার আলোচিত সিনেমা ‘ডক্টর জি’র ফার্স্ট লুক। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে আয়ুষ্মানের শরীরে ল্যাব কোট পড়া। চোখে চশমা, হাতে মেডিকেলের বই এবং পকেটে স্টেথোস্কোপ। আয়ুষ্মান ছবিটির শিরোনামে লিখেছেন, ‘ডাক্তার সাহেব রেডি হয়ে বের হয়েছেন, এখন হবে শুটিং।’
এই সিনেমায় আয়ুষ্মানকে ডাক্তার উদয় গুপ্তা নামক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মজার বিষয় হলো এই ছবিটি দেখে আয়ুষ্মানের স্ত্রী তাহিরা ক্যাশপ ‘হ্যারি পটার’ বলে মন্তব্য করেছেন।
বলিউড হাঙ্গামার খবর, ১৪ জুলাই থেকে ‘ডক্টর জি’ সিনেমার শুটিং শুরু হয়েছে মধ্য প্রদেশের ভোপাল শহরে। অনুভূতি ক্যাশপ পরিচালিত এই সিনেমায় আয়ুষ্মান ছাড়াও আরো রয়েছেন রাকুল প্রীত সিং।
সিনেমাটিতে আয়ুষ্মান-রাকুল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন শেফালি শাহ ও শিবা চাড্ডা। রাকুল ও শেফালি দুজনই চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটি প্রযোজনা করছে জংলি পিকচার্স। চিত্রনাট্য লিখেছেন সুমিত সাক্সেনা, বিশাল ওয়াঘ ও সৌরভ।