তরুণ নির্মাতা আলোক হাসান প্রথমবারের মত চলচ্চিত্র নির্মাণ করছেন। চলচ্চিত্রটির নাম ‘নাকফুল’। আর সেখানে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন এসময়ের জনপ্রিয় দুই তারকা—পূজা চেরি ও রোশান।
সুপারস্টার শাকিব খানের ‘মেন্টাল’, ‘বসগিরি’, ‘নোলক’ এবং কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ব্লকবাস্টার হিট ‘শিকারী’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আলোক হাসান। সহকারী পরিচালনার পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’-এর জন্য শর্টফিল্ম ‘নয়ন তারা’ বানিয়েছেন তিনি। এছাড়া বেশ কিছু নাটকও তৈরি করেছেন আলোক। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালন করতে যাচ্ছেন আলোক।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হবে এই সিনেমা। বুধবার (২ ফেব্রুয়ারি) আরটিভির প্রধান কার্যালয়ে সিনেমার চুক্তি স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়। সিনেমার পরিচালক, গল্পকার, প্রধান দুই অভিনয়শিল্পী ও কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন।
‘নাকফুল’ এর গল্প লিখছেন ফেরারী ফরহাদ। রোশান-পূজা ছাড়াও ‘নাকফুল’-এ আরো অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্ত প্রমুখ।