কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া দুর্গাপূজার গানে মিউজিক ভিডিওর মডেল হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
অনন্য মামুনের পরিচালনায় বাঁধন সরকার পূজার ‘আসছে মা দুর্গা’ গানে মডেল হিসেবে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। গানটির সঙ্গীত পরিচালনায় আছেন ভারতের লিংকন।
স্পর্শিয়া জানালেন, “সিনেমার বাইরে কোনও গানের ভিডিওতে মডেল হিসেবে এবারই প্রথম অভিজ্ঞতা নয়। গানটির বার্তাও দারুণ। সব মিলিয়ে দারুণ একটি কাজ হবে বলে আমার বিশ্বাস।“
গানটিতে স্পর্শিয়ার সঙ্গে রয়েছেন অভিনেতা সুমিত সেনগুপ্ত।
কণ্ঠশিল্পী পূজা বলেন, “পূজা নিয়ে প্রথমবার গান করেছি। এর আগে এমন আয়োজন করে গান করা হয়নি। মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। গানটি নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে আছি। প্রকাশ হওয়ার পর সবার মতামতের অপেক্ষায় আছি।“
সম্প্রতি ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ‘আসছে মা দুর্গা’ গানটির শুটিং করা হয়েছে।
নির্মাতা অনন্য মামুন জানালেন, “সিনেমা নির্মাণের বাইরে গিয়ে মাঝে মাঝে অন্যরকম কাজ করতে ইচ্ছা করে। এমন একটা ইচ্ছা থেকে পূজার একটা গান করেছি। আশা করি গানটা দর্শক শ্রোতাদের ভালো লাগবে। গানটির বাজেট ভালো ছিল। তাই নির্মাণেও কোনও কিছুর কমতি রাখা হয়নি।“
আসন্ন দুর্গাপূজায় গানটি পূজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।