সমালোচক রশিদ খান বলেছিলেন, এখন থেকে তিনি আর সালমানের কোন ছবির রিভিউ দেবেন না। তবে একদিন পরই বোল পাল্টালেন তিনি। ২৭ মে সালমানের করা মামলার শুনানি ছিল আর শুনানির দিন আদালতকে তিনি বলেছিলেন, সালমান খানকে নিয়ে আর কোনো মন্তব্য করবেন না। একই দিন সন্ধ্যায় টুইটারে লিখেছেন, ‘সাধারণত প্রযোজক, পরিচালক বা অভিনেতা অনুরোধ করলেও তাদের ছবি নিয়ে রিভিউ করি না। কিন্তু এখন এই মানুষটা (সালমান?) যতই আমাকে অনুরোধ করুক বা আমার পা ধরুক, আমি তার প্রতিটা গান, প্রতিটা ছবির রিভিউ করবো। সত্যমেব জয়তে। জয় হিন্দ।’
কাকে উদ্দেশ্য করে লিখলেন তিনি? আজকাল রশিদের সঙ্গে ‘ভাইজানে’র চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে কি ‘ভাইজান’ই তার নিশানা? রাধে সিনেমার সূত্র ধরে সালমান খান যেহেতু তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, তাই অনেকে ধরে নিতেই পারেন ‘সাল্লু মিয়া’কে একহাত দেখে নেয়ার ঝুঁকি নিচ্ছেন কেআরকে। তবে মাথা গরম সালমানের সঙ্গে পেরে ওঠা সহজ হবে না- তা তিনিও নিশ্চয়ই জানেন।