‘চেহেরে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেননি বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন।
আগামীকাল ২৭ আগস্ট অমিতাভ বচ্চন অভিনীত ‘চেহেরে’ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জানা গেছে, এই চলচ্চিত্রের গল্পটি আলাদাভাবে পছন্দ হওয়ায় অভিনয়ের জন্য অমিতাভ কোনো পারশ্রমিক রাজি হননি। যাতায়াত খরচের বাইরে অন্য কোনো আনুষঙ্গিক খরচও তিনি নেননি, ভাড়া বিমানের খরচও সামলেছেন নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চেহেরে’ চলচ্চিত্রের প্রচারে অনেকটাই উদ্যমী দেখা যাচ্ছে ৭৮ বছর বয়সী অমিতাভকে। এই চলচ্চিত্রের প্রোমো, গান ও সংশ্লিষ্ট নানা কিছু নিয়মিতই পোস্ট করছেন। এই চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকে কবিতা আবৃত্তিও করেছেন অমিতাভ।
করোনা পরিস্থিতির কারণে এতদিন ‘চেহেরে’ চলচ্চিত্রটির মুক্তি আটকে ছিলো। রহস্য-থ্রিলারধর্মী এই চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন ইমরান হাশমি। রুমি জাফরি পরিচালিত এই চলচ্চিত্রে আরও আছেন অন্নু কাপুর, ধৃতিমান চ্যাটার্জি, সিদ্ধার্থ কাপুর, রঘুবীর যাদব, রিয়া চক্রবর্তী।
এছাড়াও ঝুন্ড, মেডে, ব্রহ্মাস্ত্র সহ আরও নানা চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন।