মার্কিন অভিনেত্রী ও মডেল পামেলা আন্ডারসন এবং তার প্রথম স্বামী টমি লিকে আবার একসঙ্গে দেখা যাবে। তবে তা বাস্তবে নয়, পর্দায়। প্রথম স্বামী টমি লির সাথে পামেলার একটি ব্যক্তিগত টেপ ইন্টারনেটে ফাঁস হয়েছিল। সারা দুনিয়ায় আলোড়ন তোলা সেই ঘটনা নিয়ে হুলু অরজিনাল ওয়েব সিরিজ ‘প্যাম অ্যান্ড টমি’।
আট পর্বের সিরিজটি তৈরি করেছেন পরিচালক রবার্ট সিগেল। এই সিরিজে পামেলার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লিলি জেমস এবং টমির চরিত্রে সেবাস্টিয়ান স্ট্যান।
শোবিজ ইতিহাসের অন্যতম আলোচিত-সমালোচিত চরিত্র পামেলা আন্ডারসন। প্রখ্যাত প্লেবয় ম্যাগাজিনের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার কাভারগার্ল হয়েছিলেন পামেলা। যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত পামেলার জীবনে একটি দুর্ঘটনা ঘটে ১৯৯৭ সালে। প্রথম স্বামী গায়ক টম লির সাথে তার একটি সেক্স টেপ ছড়িয়ে পড়ে। যেখানে তাদের খোলামেলা যৌনতার ভিডিওচিত্র ছিল।
শোনা যায়, মাত্র চার দিনের ডেটিং শেষে মেক্সিকোর সমুদ্রসৈকতে ১৯৯৫ সালে টমি লিকে বিয়ে করেছিলেন পামেলা। কিন্তু ১৯৯৮ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় । টমি ও পামেলার ব্রান্ডন ও ডিলান নামে দুটি সন্তান আছে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বায়োগ্রাফি ড্রামা ঘরনার সিরিজটি ইতিমধ্যে ডিজনি প্লাস-এ মুক্তি পেয়েছে।