প্রায় প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। করোনায় বিপাকে বিনোদন অঙ্গনের তারকারাও। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন তারকা। সম্প্রতি মারা গেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা পান্ডু।
বেশ কিছুদিন আগে অভিনেতা পান্ডু ও তার স্ত্রী কুমুধার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিনেতা পান্ডু। তবে অভিনেতার স্ত্রী এখনো আইসিইউতে ভর্তি আছেন। মারা গেলেন স্বামী অথচ এখনও জানেন না স্ত্রী। অভিনেতার স্ত্রীর অবস্থাও সংকটাপন্ন।
পান্ডুর মৃত্যুর খবর ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রয়াত এই অভিনেতার মৃত্যুতে শোকাহত সহশিল্পী ও ভক্তরা।