ভারতে চলমান কোভিড পরিস্থিতির কারণে আপাতত বন্ধ আছে ‘পাঠান’ সিনেমার শুটিং। গত বছর মহামারিতেই এই ছবির শুটিং শুরু হয়েছিল। বলিউডের অন্যতম বড় বাজেটের ছবিগুলোর মধ্যে পাঠান অন্যতম।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানের পরবর্তী শুট হবে ইউরোপের তিনটি দেশে। তবে দেশগুলোর নাম জানানো হয়নি। ইয়াশ রাজ ফিল্মসের চেয়ারম্যান আদিত্য চোপড়া জানিয়েছেন, শুটিং শুরু হওয়ার আগে টিমের সকলকে টিকা দিতে হবে।
জানা গেছে, ইতিমধ্যে ‘পাঠান’ ছবির ৬০% শুটিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি ৪০% এর কাজ হবে ইউরোপে । এই সিনেমায় আছেন শাহরুখ, দীপিকা ও জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সালমান খানের এক ঝলকও দেখা যাবে এ সিনেমায়। প্রায় তিন বছর পর শাহরুখ খান এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন। আগামী বছরের কোনো একদিন ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।