বছরের শুরুতেই দেব জানিয়েছিলেন ‘প্রজাপতি’র কথা। সরস্বতী পূজার উপহার হিসেবে ভক্তদের জন্যে প্রকাশ্যে আনলেন সেই ‘প্রজাপতি’র পোস্টার। সুতরাং বলই যায় পাখা মেলতে শুরু করেছে দেবের ‘প্রজাপতি’।
টুইটারে ছবি পোস্ট করে প্রযোজক-অভিনেতা দেব লিখেছেনন, ”বাঙালির ভ্যালেন্টাইন্সতে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের ‘প্রজাপতি’।”
করোনাকাকালেও বক্স অফিসে দারুণ সফল প্রযোজক অভিনেতা দেব ও পরিচালক অভিজিৎ সেন জুটির প্রথম সিনেমা ‘টনিক’। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘টনিক’ বছরের অন্যতম সেরা পারিবারিক ছবি বলেই মনে করে দর্শক-সমালোচকরা।
সব ঠিক থাকলে এবার দেব-অভিজিৎ সেন জুটির দ্বিতীয় সিনেমা ‘প্রজাপতি’ আসবে এবছরের ২৩ ডিসেম্বর। উল্লেখ্য, এর দুদিন পর ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। সিনেমাটি প্রযোজনা করছেন অতনু রায় চৌধুরী।