পরিচালক বিরসার পোস্টে ক্ষুব্ধ নেটিজনরা

রক্তপাত হানাহানি দিয়ে শেষ হলো বাংলায় চতুর্থ দফার ভোটের পর্ব। এমন পরিস্থিতিতে টলিউডের পরিচালক বিরসা দাশগুপ্ত এর সম্প্রতি করা পোস্টে নেটমাধ্যমে তুমুলভাবে আলোচনা শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে ফেসবুকে করা পোস্টটি খোঁজে পাওয়া যায়নি। সরিয়ে ফেলা হয়। কিন্তু নেটিজনদের চোখ এড়ানো তা সম্ভব হয়নি। ঝড়ের বেগে ছড়িয়ে গিয়েছিল পোস্টটি নেটমাধ্যমে।

পরিচালক বিরসা দাশগুপ্ত গত ১০ এপ্রিল সন্ধ্যায় তাঁর ফেসবুকে লিখেছেন, “কী ক্যালাকেলি চলছে। চপ মুড়ি কোল্ড-ড্রিংক নিয়ে টিভির সামনে বসলে,নেটফ্লিক্স ফেল।”

নেটিজনদের মতে, সম্প্রতি ঘটে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে পরিচালক উপহাস করে এমন পোস্টটি লিখেছেন। পোস্ট করার পর থেকেই নানা রকম মন্তব্য করেছেন নেটিজনরা। কেউ কেউ লিখেছেন, “এসি ঘরে বসে গোদার দেখে সময় কাটানো বাবু সোনা আনন্দ পাবে বলেই তো এতো রক্তের উৎসব।” কেউবা তার বানানো ছবি নিয়েও মন্তব্য করতে দেরি করেননি। বললেন, পুরো আপনার ছবির মতোই বাজে সেন্স অব হিউমার। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পোস্টটি রিমুভ করে দেন।
পরবর্তীতে তিনি পুনরায় আরেকটি পোস্ট লিখেন এবং কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে পোস্ট করেননি বলেও জানান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন