চলতি বছরের শুরু থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রির ধরা-ছোঁয়ার বাহিরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। সামাজিক যোগাযোগমাধ্যম বা মুঠোফোন, কোনো মাধ্যমেই খোঁজ পাওয়া যাচ্ছে না এই অভিনেত্রীর। হঠাৎই এভাবে হারিয়ে যাওয়া এই নায়িকাকে ঘিরে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে বলছেন, চিত্রনায়িকা পপি বিয়ে করে ঘর সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে এই ঘটনার তেমন কোনো সত্যতা মেলেনি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে তিনি তার বাবা-মায়ের সঙ্গেও নেই।
বেশ কিছুদিন আগে ফেসবুকে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর একটি দীর্ঘ পোস্ট করে জানিয়েছিলেন ‘আমার বউ সেলেব্রেটি’ নাটকের জন্য পপি ১লাখ টাকা অ্যাডভান্স নিয়েছিলেন, কিন্তু শুটিংয়ের জন্য তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা।
বিয়ের গুঞ্জনের রেশ শেষ না হতেই পপিকে নিয়ে নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে মা হতে চলছেন পপি। বর্তমানে মালয়েশিয়া প্রবাসী বরকে নিয়ে বারিধারার ফ্ল্যাটে বসবাস করছেন এই তারকা। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আড়ালে রয়েছেন।
এদিকে পপির উধাও হওয়া সংক্রান্ত বেশ কিছু খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। কোথায় আছেন নায়িকা পপি? কেনইবা নিজেকে আত্মগোপনে রেখেছেন এ নিয়ে এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
এদিকে পপি পরিচালক মাসুম তানির পরিচালনায় ‘ভালোবাসা প্রজাপতি’তে সর্বশেষ ২০২০-এর জুনে কাজ করেন। সিনেমাটির শুটিংয়ের কাজ অর্ধেক শেষ করার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা।
এছাড়াও এই সিনেমাটির ছয় মাস আগে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবির শুটিং শেষ করেছেন পপি। বাকি ছিল ডাবিং এর কাজ। কিন্তু ডাবিং এর জন্য তাকে আর যোগাযোগ করেও পাওয়া যায়নি। সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী দীর্ঘদিন অপেক্ষা করার পর আরেকজনকে নিয়ে ডাবিং শেষ করেন।