সম্প্রতি ‘শুকনো মোমবাতি’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির কথা ও সুর দিয়েছেন কবি-নির্মাতা পলিন কাউসার এবং সংগীতায়োজন করেছেন রাজন সাহা।
ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে মিউজিক কোম্পানি ‘স্টুডিও জয়া’র ইউটিউব চ্যানেলের মাধ্যমে। গানটিতে মডেলের ভূমিকায় অভিনয় করেছেন সুজন হাবিব ও পাপিয়া।
অভিনেতা সুজন হাবিব জানান, ছোট বেলায় আবৃত্তি চর্চা করতে বেশ পছন্দ করতেন তিনি। অভিনয়ের প্রতি কৌতূহল না থাকা স্বত্বেও শিক্ষকের কথায় প্রথম মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। সেখান থেকেই আস্তে আস্তে অভিনয় জগতে পা রাখা।দীপ্ত টিভির ‘অপরাজিতা’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেতা। এর আগে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।
এছাড়াও বেশ কয়েকটি আলোচিত বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। তারমধ্যে গ্রামীন ফোন, হিরো হোন্ডা, সিটি ব্যাংক এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন তিনি।