‘ওপেনহাইমার’ হবে ‘মহাকাব্যিক’

‘স্ক্রিম’ খ্যাত অভিনেতা জ্যাক কোয়েড একটি নতুন চরিত্রে অভিনয় করবেন নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত একটি প্রজেক্টে। কোয়েড অ্যামাজন প্রাইম ভিডিওর সুপারহিরো সিরিজ ‘দ্য বয়েজ’-এ অভিনয়ের জন্য ইতিমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক ট্রাজেডির অন্যতম নায়ক জুলিয়াস রবার্ট ওপেনহেইমারের বায়োপিক ‘ওপেনহাইমার’-এ যোগ দিচ্ছেন এই তারকা। তবে তার চরিত্রের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার-এর খবর অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি নোলানের ‘ওপেনহাইমার’ সিনেমাতে সিলিয়ান মারফি জে. রবার্ট ওপেনহেইমার চরিত্রে অভিনয় করবেন।
পুলিৎজারজয়ী বই ‘আমেরিকান প্রমিথিউস: দ্য ট্রায়াফ এন্ড ট্র্যাজেডি অব জে রবার্ট ওপেনহাইমার’ অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবির চিত্রনাট্য। যা লিখেছেন ক্রিস্টোফার নোলান নিজেই।

সিনেমাটি প্রযোজনা করছেন নোলানের স্ত্রী এমা টমাস। বলা হচ্ছে, ইউনিভার্সাল-এর ব্যানারে নির্মিত এই সিনেমা একটি ‘মহাকাব্যিক থ্রিলার’ হতে যাচ্ছে। ‘ওপেনহাইমার’ আগামী বছরের ২১ জুলাই সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন