বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরাহ ফাতেহির ইনস্টাগ্রাম একাউন্ট একেবারে উধাও হয়ে গিয়েছিল। প্রায় ৩৮ মিলিয়ান ফলোয়ার সমৃদ্ধ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি ডিলিট করলেন নোরাহ? এই নিয়ে তুমুল আলোচনা ভক্তদের মধ্যে।
নোরাহ এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন দুবাইয়ে। কয়েকদিন ধরে সেখানকার ছবি আর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করছিলেন তিনি। কিন্তু আচমকা অ্যাকাউন্ট হারিয়ে যাওয়ায় অবাক হয়েছেন তার ভক্তরা। এরপর রাতেই ফিরে আসে নোরাহর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পুরোনো সব পোস্ট ও ফলোয়ার।
কেন উধাও হয়েছিল সেই প্রশ্নের উত্তর দিলেন নোরাহ নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে মরোক্কান ললনা লিখেছেন, ‘সকলের কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। সকাল থেকেই কেউ একজন আমার অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে।’
তবে অতি দ্রুত অ্যাকাউন্টটি আগের অবস্থায় ফিরিয়ে দেয়ায় ফেসবুক টিমকে ধন্যবাদ দিতে ভুলেননি এই অভিনেত্রী।