নির্মাতা জোভান, নাট্যকার সাবিলা!

টেলিভিশন তারকাদের বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কখনো কষ্টের, কখনো হাসির কিংবা নানা চরিত্রে সাবলীলভাবে অভিনয় করেন তারা। এই সকল চরিত্রগুলোকে তুলে ধরতে নেপথ্যে যাদের ভূমিকা থাকে তাদের মধ্যে নির্মাতা ও নাট্যকার উল্লেখযোগ্য।

এবার এমন দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলিভিশন পর্দার দুই প্রিয়-চেনা শিল্পী সাবিলা নূর ও ফারহান আহমেদ জোভানকে।

মুনতাহা বৃত্তার রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘দ্য ডিরেক্টর’ নাটকে দেখা যাবে এ জুটিকে। নাটকটিতে পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন জোভান এবং নাট্যকার এর চরিত্রে অভিনয় করবেন সাবিলা।

জোভান এই নাটক সম্পর্কে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে নাটকটির কাজ করলাম। একেবারে বাস্তবধর্মী গল্প। শুটিং সেটে যা হয়, এগুলোই উঠে আসবে।’ সেই সাথে অভিনেতা আরোও যুক্ত করেন, এখানে একজন পরিচালকের গল্প দেখানো হবে।

জোভান ও সাবিলা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন শাহেদ আলী, জিলানী, হানিফ, শাহরিয়ার শুভ প্রমুখ। নাটকটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন কামরুল ইসলাম শুভ। আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।

সর্বশেষ এই দুই তারকাকে দেখা গেছে ভালবাসা দিবস উপলক্ষে ‘ব্রেকআপ বয়’ নাটকটিতে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন