নিরব যশ-নুসরাত! নেই কোনো প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে নেই কোনো প্রতিক্রিয়া, চুপচাপ আছেন অভিনেত্রী নুসরাত জাহান। একই গতিতে দেখা যাচ্ছে অভিনেতা যশ দাশগুপ্তকেও। গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেই কোনো পোস্ট এই দুই তারকার। রাজনৈতিক পার্টি বিপরীতমুখী হলেও দুজনের এক্টিভিটি একই রকম এমনটাই বরাবরই লক্ষ্য করে আসছেন ভক্তরা। পরাজিত হলেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া অভিনেতা যশ দাশগুপ্ত। অপরদিকে দল জিতলেও ভালো ফল করেন নি নুসরাত।

তাই নেই কোনো প্রতিক্রিয়া। তবে এই দুই তারকার ফ্যান পেজ থেকে অনুরাগী তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। কি এই পরামর্শ? পোস্ট গুলোর ভিত্তিতে অনুরাগীদের পরামার্শ, ‘জীবনে-যাই ঘটুক না কেনো এ রকম হাসিখুশিই থাকেন।’ পোস্টটির সাথে অভিনেতা যশ দাশগুপ্তের হাসিমাখা মুখের তিনটি ছবি পোস্ট করেন তার অনুরাগীরা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন