অন্যকে মাস্ক পরতে বলায় বিপাকে পরলেন ভারতী সিং!

করোনার উপদ্রবে নাজেহাল অবস্থা বর্তমানে সব দেশে। পার্শ্ববতী ভারত দেশ মহারাষ্ট্রে বেড়েছে করোনার সংখ্যা। এই রকম পরিস্থিতিতে এখনো কারও নেই তেমন কোনো সচেতন।

গত বুধবার মুম্বাইয়ে শ্যুটিং করতে গিয়ে নিজের ভ্যানিটি ভ্যান থেকে মেকআপ করে বেরিয়েই এক ব্যক্তিকে উদ্দেশ্যে করে ভারতী সিং বলেন,’মাস্ক পরুন’। যদিও সেই ব্যক্তি আচমকা একথা শুনে,চমকে যান। সাথে সাথে নিজের মুখে হাত দিতেই সেই ব্যক্তি দেখেন, তার মুখে মাস্ক রয়েছে। ভারতী বলেন,’ওহ আচ্ছা! ক্ষমা করুন’ আমারই তো নেই’। ক্যামেরার পেছন থেকে এক ব্যক্তি বলেন, ‘ভারতী জী আপনি কাকাকে ভয় পাইয়ে দিয়েছেন’।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী তাঁর পরনের কাপড় দিয়ে মুখ ঢেকে,সেটাকেই মাস্ক হিসেবে ব্যবহার চেষ্টা করছেন। কমেডিয়ান ভারতী সিং পুরো ঘটনাটি যেন মজার ছলে করেছেন তাই স্পষ্ট বোঝা যাচ্ছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন