নিজের গল্পে নিজেই হিরো নিশো

ব্যস্ত শহরে লোকাল বাসে দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটক ‘মেরুন’। রাজধানীর মেরুন রঙের বাসের যাত্রী এরা। নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি নির্মিত একক নাটক ‘মেরুন’। নাটকটির গল্প লিখেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

মেরুন রঙের বাসের তরুণটি অভিনেতা আফরান নিশো নিজেই। এতে করে নিজের গল্পে নিজেই হিরো হলেন আফরান নিশো। তার বিপরীতে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী।

অভ্র দীপ্ত ব্যানার্জির চিত্রনাট্যে মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো ছাড়াও নাটকটিতে অভিনয় করতে দেখা যাবে নিকুল কুমার বিশ্বাস, রত্না খান, ফরহাদ লিমন, নিপুণ চৌধুরী ও তামজিদ তন্ময়কে।

নাটকটি প্রচারিত হবে বাংলা ভিশনের পর্দায়, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। একই সময় ইউটিউব চ্যানেল ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টেও নাটকটি উপভোগ করা যাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন