নিজেকে গড়ছেন অভিনেত্রী তানজিন তিশা

ভিন্ন আঙ্গিকে তানজিন তিশা

প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন তানজিন তিশা।

তানজিন তিশা বাংলাদেশের নাটকের অন্যতম জনপ্রিয় একটি মুখ। ২০১১ সালের ফ্যাশন শ্যূট এবং রাম্প মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।
পুরষ্কার অসংখ্য তার মধ্যে অন্যতম “মেরিল প্রথম আলো পুরষ্কার “।

প্রতিনিয়ত একঘেয়েমি চরিত্রের বাহিরে বের হয়ে এসে নিজেকে ভিন্ন আঙ্গিকে সম্পূর্ণরুপে ভেঙে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করে আসছেন।
দর্শকদের সামনে এবার ভালবাসা দিবস উপলক্ষে চারটি ভিন্ন ভিন্ন রকম চরিত্রে নিজেকে তুলো ধরছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পরায় ফেসবুক নেটিজনদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন এই অভিনেত্রী।
নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন অভিনেত্রী তিশা,সেই ইঙ্গিত পাচ্ছেন দর্শকেরা।
” নারী সুন্দর তার সত্তায়’ শিরোনামের কাজটি নিয়ে তানজিন তিশা শুটিংয়ের দুটি ছবি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন।

ছবিতে তাকে দেখা যাচ্ছে ভিন্ন একটি লুকে।রৌদ্রে পোড়া মুখ এবং কষ্টের মাঝে যেনো তার মুখে হাসির রেখা ভেসে উঠেছে।

এবার বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে তার অভিনীত নতুন একটি নাটক আসছে।
“আন্তর্জাতিক নারী দিবস ” উপলক্ষে সঞ্জয় সমাদ্দার এর পরিচালনায় আসছে ওভিসি।
তানজিন তিশা এই চরিত্রের মাধ্যমে বাংলাদেশের নিম্নবিত্ত নারী শ্রমিকদের তুলে ধরেছেন।
এই নাটকে নারীর সৌন্দর্যের বহুমাত্রিক দিককেও তুলে ধরা হয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন