নিক্স এর অনুপ্রেরণা স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া

হলিউড তারকা নিক্স জনস্। যার কন্ঠের সুর এবং চেহারার মাধুর্যে তাকে পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল। হলিউডে তাকে মিউজিক শোয়ের ‘বিচারক ‘ হিসেবে দায়িত্ব পালন করতেও দেখা গেছে। অল্প বয়সের এই তরুণের রয়েছে অসংখ্য অনুরাগী।

সম্প্রতি তার নতুন একটি গান রিলিজ হয়েছে । গানটির নাম’স্পেসম্যান’। দেখা যাবে নিক্স জনসের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

এই তারকা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও জানিয়েছেন এই গানটির পিছনে তার স্ত্রীর প্রিয়াঙ্কা চোপড়ার অনেক অবদান রয়েছে । সেই সাথে তিনি আরও বলেছেন, “এই এ্যালবাম এবং আমার জীবনের সব কিছুর জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।”

এই তারকা প্রায়ই তার স্ত্রী ও পরিবারকে নিয়ে কাটানো সময় গুলো সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করে থাকেন। নেটিজনদের মতামতে তাদের সম্পর্ক অনেকটাই সুন্দর।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন