বেঁচে নেই বিবেক

প্রয়াত হলেন জনপ্রিয় তামিল কমেডিয়ান বিবেক। ১৭ এপ্রিল শনিবার ভোর ৪টা ৩৫ মিনিটে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর। তিনি ২২০ টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকেরা জানান, অভিনেতার একটি ধমনী পুরোপুরি ব্লক হয়ে যায় । দ্রুত তার অ্যাঞ্জিওপ্লাষ্টিক করা হয়। তারপর আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু সেই ধকল অভিনেতা সহ্য করতে পারেননি। শনিবার ভোরে আবার হার্ট এ্যাটাক হলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

প্রবীণ পরিচালক বালাচান্দের হাত ধরে সিনেমার জগতে পা রেখেছিলেন বিবেক। নব্বইয়ের দশকের শেষ থেকে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তা লাভ করেন । ২০০৯ সালো পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

সূত্র -হিন্দুস্থান টাইম

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন