সুরকার সাজিদ খানের ভাই ওয়াজিদ খান গত বছর ২০২০ পহেলা জুন। কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে মৃত্যু বরণ করেন। ভাইয়ের মৃত্যুর শোক এখনও যেনো কাটিয়ে উঠতে পারেননি এই সুরকার।
এই ভাইয়ের জুটি ১৯৯৮ সালে ‘প্যায়ার কিয়া তো ডরনা কিয়া’ সালমান খান অভিনিত সিনিমাটিতে সুর দিয়েছিলেন তারা। এর পরে একের পর এক সিনেমায় দিয়ে গেছেন সুপার হিট অনেক গান। সম্প্রতি আসন্ন ‘রাধে’ ছবিতে সাজিদের একটি সুর করা গান প্রকাশিত হবে।
সাজিদ খান পোস্ট করে জানিয়েছেন, বর্তমানে তিনি যে গান সুর দিচ্ছেন তার কৃতিত্ব শুধু আমার একার নয়।আমার ছোট ভাইয়েরও অবদান রয়েছে। তিনি মনে প্রাণে মানেন এবং বিশ্বাস করেন তার ভাই সর্বদা তার সাথেই আছেন।
সুরকার সাজিদ আরও বলেছেন ‘আমি চাই না,মানুষ আমাকে সাজিদ খান নামে চিনুক। তাই আমি আমার নামের শেষাংশ বদলে দিয়ে সাজিদ খানের জায়গায় সাজিদ ওয়াজীদ হিসেবে ব্যবহার করতে চাই। আমি চাই সবাই আমায় সাজিদ ওয়াজিদ বলেই ডাকুক এবং আজীবন নামটা এই রকম রাখতে চাই। আমার ভাইয়ের নাম চিরদিন জীবত থাকুক।