নাতির মুখ দেখেন নি শর্মিলা! কি বললেন বৌমা

গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় পুত্রের জন্ম দেন অভিনেত্রী কারিনা কাপুর। কিন্তু এখন পর্যন্ত পাপারাৎজিদের ফ্রেমে বন্দি হয় নি ছোট নবাব। নিজের পুত্রকে এখনো পর্দার আড়ালেই রেখেছেন সাইফ-কারিনা।

বেশকিছু দিন আগে কারিনা কাপুরের পিতা রান্ধির কাপূরের ইনস্টাগ্রাম ওয়ালে একটা কোলাজ ছবি শেয়ার করা হয়েছিল। একপাশে দেখা যাচ্ছে বড় ছেলে তৈমুর এবং অপর পাশে আরেকটি বাচ্চা যদিও নেটিজনদের ধারণা এটা সাইফ-কারিনার ছোট ছেলে। তবে পরবর্তীতে ছবিটি ওয়াল থেকে সরিয়ে ফেলা হয়েছে।

শুধু ভক্তরাই নয়, নাতির মুখ দেখেন নি- দাদি শর্মিলা ঠাকুর নিজেও। এ নিয়ে মুখ খুললেন বৌমা কারিনা কাপুর।ভাইরাল হওয়া এক ভিডিও থেকে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে নাতি কে দেখতে আসতে পারেন নি শর্মিলা ঠাকুর। একটি ভিডিও বার্তায় শর্মিলার উদ্দেশ্য কারিনা কাপুর বলেন,’পুরো একটা যেন হতে চললো,কিন্তু আমরা এখন পর্যন্ত একে অপরের মুখও পর্যন্ত দেখতে পাচ্ছি না।একসঙ্গে সময় কাটানোর সময়ও পায়নি।পরিবারের নতুন সদস্যকেও দেখতে পাইনি ।আমরা অপেক্ষা করছি কবে সবাই একসঙ্গে আসব,তোমার সঙ্গে সময় কাটাবো।”

মহামারি করোনা যেনো ভিলেন হয়ে ধরা গেলো।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন