ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে ভারতের টিভি অভিনেতা পার্ল ভি পুরির বিরুদ্ধে দেশটির শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় মামলা হয়েছে। এই প্রসঙ্গে ডিসিপি (জোন ২) সঞ্জয় পাতিল (ডিসিপি, জোন ২) জানিয়েছেন, আদালত তার (পার্ল) জামিন নামঞ্জুর করে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।
অনলাইন নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, এই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক দম্পতি । অভিযোগে বলা হয়েছে, চলচ্চিত্র জগতে সুযোগ দেয়ার নামে এক ১১ বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষণ করেছেন পার্ল ভি পুরি ও তার বন্ধুরা।
এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলিউড তারকারা। তবে অভিযোগকারীর পক্ষে সাফাইও গাইছেন কেউ কেউ। তারা বলছেন, পার্ল কোনো দোষ করেননি, তাকে ফাঁসানো হয়েছে। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘নাগিন ৩’-এর এই অভিনেতার পক্ষে আছেন প্রযোজক একতা কাপুরও।
পার্লের বন্ধু অভিনেত্রী কারিশমা তান্না টুইটারে লিখেছেন, ‘সত্যমেব জয়তে! সত্যের জয় হয় আর ওরও (পার্ল) জয় হবে।’