মুক্তি পাওয়া সকল সিনেমাই সব সময় হিটের তালিকায় জায়গা করতে পারেনা। কখনো কখনো চলচ্চিত্রগুলো ফ্লপের তালিকাতেও নাম লেখায়। হিট আসে-যায়, ফ্লপও আসে-যায়। সুপারহিট, ব্লকবাস্টার, অল-টাইম ব্লকবাস্টার, ডিজাস্টার, এভারেজ—এমন তকমা লাগে সিনেমার গায়ে। কিন্তু খুব কম সিনেমাই দর্শকের হৃদয়ে গেঁথে থাকে দীর্ঘদিন। যার গান, কাহিনি এমনকি চরিত্রগুলোও স্মরণে থাকে দর্শকমনে।
১৯৯২ সালে বলিউডে পা রাখেন শাহরুখ খান। সেই থেকে আজও কোটি ভক্তের প্রিয় তারকা হয়ে আছেন তিনি। বিশ্বজুড়ে তার অগণিত অনুরাগী। তবে খারাপ সময় যে আসেনি তা নয়, তবে শেষ পর্যন্ত তিনি কিং খান। আমরা যদি নব্বই দশকের দিকে তাকাই, তবে দেখব, শাহরুখ খান ছিলেন সে সময় বক্স অফিস কিং। তার সিনেমাগুলো আয় করেছিল কোটি কোটি রুপি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বক্স অফিস সংগ্রহে শাহরুখ খানের এমন কিছু সিনেমার তালিকা করেছে, যা আপনাকে নব্বই দশকে তার সিনেমার স্বর্ণদিন স্মরণ করিয়ে দেবে।
তালিকা
১. দিওয়ানা (১৯৯২) : নেট ৭.৭৫ কোটি রুপি [সুপারহিট]
২. রাজু বন গ্যায়া জেন্টলম্যান (১৯৯২) : নেট ৩.৫০ কোটি রুপি [হিট]
৩. বাজিগর (১৯৯৩) : নেট ৭.৭৫ কোটি রুপি [সুপারহিট]
৪. দার (১৯৯৩) : নেট ১০.৭৫ কোটি রুপি [ব্লকবাস্টার]
৫. কাভি হাঁ কাভি না (১৯৯৪) : নেট ৩.৮৮ কোটি রুপি [হিট]
৬. করণ অর্জুন (১৯৯৫) : নেট ৩২.১৫ কোটি রুপি [ব্লকবাস্টার]
৭. দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) : নেট ৬১ কোটি রুপি [অল-টাইম ব্লকবাস্টার]
৮. রাম জানে (১৯৯৫) : নেট ৯.৫০ কোটি রুপি [হিট]
৯. ইয়েস বস (১৯৯৭) : নেট ১১.৩৩ কোটি রুপি [হিট]
১০. পরদেশ (১৯৯৭) : নেট ২২.৮৩ কোটি রুপি [সুপারহিট]
১১. দিল তো পাগল হ্যায় (১৯৯৭) : নেট ৩৪.৯৭ কোটি রুপি [ব্লকবাস্টার]
১২. কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) : নেট ৪৬.৮৭ কোটি রুপি [অল-টাইম ব্লকবাস্টার]
দীর্ঘ বিরতির পর গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। কিন্তু এই সিনেমার এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে একাধিক সিনেমার জন্য শিরোনাম হয়েছেন এ সুপারস্টার। ২০১৮ সালে শাহরুখকে সবশেষ দেখা গেছে ‘জিরো’ সিনেমায়।