‘নবাব এলএলবি’ দিয়েই খুলছে মধুমিতা হল

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত বছর ১৮ মার্চ থেকে দেশের সমস্ত সিনেমা হল বন্ধের ঘোষণা হয়। তবে ঘোষনার সাত মাস পর অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলে দেয়া হলেও বন্ধ ছিল ‘মধুমিতা’ হল। এর কারণ হিসেবে বড় আয়োজনের ছবি মুক্তি না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন সিনেমা হল সংশ্লিষ্ট ইফতেখার উদ্দিন নওশাদ।

সিনেমা হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনলাইনকে জানান, ‘মানসম্পন্ন ছবি মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের ছবিটি দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠবে।’

সেই সাথে নওশাদ আরও জানিয়েছেন, আপাতত ১২টা, ৩টা ও ৬টার শো চলবে তবে দর্শকসংখ্যা বাড়লে রাতের শো চালু হবে।

গত বছর ১৬ ডিসেম্বর দেশের প্রথম সিনেমা হিসেবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। এরপর সিনেমাটিকে ঘিরে শুরু হয় সমালোচনা। সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফির আইনে পরিচালক ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আটকের ১৮ দিন পর মুক্তি পান তারা।

সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু সহ আরও অনেকেই।

শাকিব খানের এই আলোচিত সিনেমাটি ২৫ জুন দেশজুড়ে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন