‘গেমস অব থ্রোনস’ খ্যাত সোফি টার্নারকে সকলে সানসা স্টার্ক নামেই চিনেন। এই অভিনেত্রীকে এবার দেখা যাবে এইচবিও ম্যাক্স এর নতুন সিরিজ ‘দ্য স্টেয়ারকেইজ’এ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ‘দ্য ডেভিল অল দ্য টাইম’-খ্যাত আস্তোনিও কামপোস পরিচালনা করবেন আট পর্বের সিরিজের ছয়টি পর্ব। এই সিরিজে সোফি ছাড়াও আরও দেখা যাবে কলিন ফার্থ, টনি কলেত্তে ও জুলিয়েত্তে বিনোশকে।
অপরাধ বিষয়ক লেখক মাইকেল পিটারসনকে ঘিরে সিরিজটির কাহিনি গড়ে উঠছে। সেই সাথে তার স্ত্রী ক্যাথলিনের মৃত্যু নিয়ে সৃষ্টি হয় অন্য এক রহস্য। টার্নার অভিনয় করেছেন পিটারসনের পালিত কন্যা মার্গারেট র্যাটলিফের চরিত্রে।
সোফি টার্নারের আরেকটি পরিচয় হল তিনি জোনাস পরিবারের পুত্রবধূ। নিক জোনাসের ছোট ভাই জো জোনাসের সহধর্মিনী সে। অর্থাৎ প্রিয়াঙ্কা ও সোফি একই পরিবারের পুত্রবধূ।