‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ শিরোনামে নতুন একটি অ্যালবামের কাজ করছেন সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
নতুন অ্যালবামটিতে নতুন কিছু শিল্পীর সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিতে চান বলে জানান অর্ণব। তিনি বলেন, “আমার আর বুনোর স্টুডিওতে অ্যালবামের গানের রেকর্ডিং করছি। আগামী এক–দুই মাসের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এই লাইনআপের সবাই নতুন, এদের সঙ্গে আগে আমার কোনো কাজ হয়নি।”
তবে এই শিল্পীদের পরিচয় আপাতত গোপন রাখছেন তিনি।
২০০৫ সালে অর্ণবের প্রথম অ্যালবাম ‘চাইনা ভাবিস’ মুক্তি পায়। ২০০৯ সালে কয়েকজন বন্ধুর সঙ্গে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নামে একটি ব্যান্ড গঠন করেন তিনি। এরপরই তাঁরা ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’ নামের একটি অ্যালবাম প্রকাশ করেন। প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেলে তৈরি এই অ্যালবামটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। অর্ণবের অন্যান্য অ্যালবামের মধ্যে আছে হোক কলরব (২০০৬), ডুব (২০০৮), রোদ বলেছে হবে (২০১০), আধেক ঘুমে (২০১২), খুব ডুব (২০১৫) ও অন্ধ শহর (২০১৭)। এছাড়াও এই বছরের জুনে অর্ণবের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘দুঃখ যদি না পাবে তো’ প্রকাশিত হয়।